পথে ঘুরে যে শিশুটি
শীতের বস্ত্র নাই ।
ঠকঠকিয়ে কাপছে দেহ
শীতের জামা চাই ।
তোমরা যারা সুখে আছো
অভাব যাদের নাই ।
শীত বস্ত্র আছে অধিক
পরার কেউ নাই ।
হাত বাড়িয়ে দিতে পারো
শীত বস্ত্র পন্য ।
কাটবে শীত সেই শিশুটির
হবে তুমি ধন্য ।