ছোট ছেলেটার টুটি চেপে ধরেছে
প্রাণপণ চেষ্টা করে ও কোন চিৎকার
চেচামেচি করতে পারে না ।
বড় বড় চোখ করে মায়ের দিকে তাকিয়ে
হাত বাড়ায়, বাঁচার কি আর্তি !
বিস্ময়,অসহায়,বিমূঢ়
ইন্দ্রিয় ভোগ সূখের আসক্ত দৃষ্টিতে দেখে
নিজ গর্ভের একমাত্র সন্তানের সর্বাংগ
নেতিয়ে পড়ার দৃশ্য ।
অপরাধ,ঘুম থেকে সজাগ হয়ে দেখে ফেলা
পরকীয়া সম্ভোগের দৃশ্য
“বাবাকে বলে দিবো”
এই একটি বাক্য ।