বৃষ্টি পড়ে ঝুম ঝুম
খোকা খুকুর নাই ঘুম ।
দল বেধে বৃষ্টিতে
করছে খেলা ধুম ।
কেউ বা লাফায় কেউ বা ঝাপায়
পেউ বা পেকে ছেলত খায় ।
এমন দৃশ্য গ্রামে ছাড়া
শহরে কি পাওয়া যায় ।