রং তুলিতে গ্রাম বাংলার
খোকা ছবি আকে ।
জেলের দল মাছ ধরে
নদীর বাকে বাকে ।
গাছ্পালা তরুলতা
সুন্দর ছনের বাড়ি ।
মেঠো পথে চলে মানুষ
চলে গরুর গাড়ি ।
পাখি উড়ে দুর আকাশে
বাউল মজে গানে
গায়ের বধু কলসি কাখে
দুরের জল আনে ।
গরু মহিষ ভেড়া ছাগল
মাঠে ঘাস খায় ।
ধান কেটে কৃষানের দল
তোলে বড় নায় ।
আকা আকি শেষ করে
খোকা বলে হেসে
গ্রাম বাংলার এমন ছবি
আছে কোন দেশে ।