গ্রীস্মে পেয়েছি লম্বা ছুটি
গ্রামের বাড়ি যাবো ।
দাদার বাড়ি নানার বাড়ি
নানান খাবার খাবো ।
দাদার বাড়ি বাগ-বাগিচায়
আম কাঠালে ভরা ।
আরো আছে লিচু,জাম
তাল,লটকন,পেয়ারা ।
শহরের ফল বিষে ভরা
শরীরে অসুখ বাড়ায় ।
গ্রামের ফল তরতাজা
শরীরে শক্তি যোগায় ।
নানা বাড়ির গরুর দুধ
নিত্য আমি খাবো ।
নানীর হাতের পিঠা পায়েস
খেতে আমি পাবো ।
দাদার বাড়ি নানার বাড়ি
মাঝে বড় খাল ।
মাছ ধরতে সারা বেলা
ফেলবো ছিপ জাল ।
নদীর তাজা হরেক মাছ
খাবো তরকারী ভাজা ।
শাকসবজি খাবো আমি
সবই তরতাজা ।
দূষণ বায়ু ভরা শহর
নাহি লাগে ভালো ।
নির্মল বায়ু পেতে হলে
গ্রামের গ্রামের বাড়ি চলো ।