কি দিয়ে বুঝাই আমি কি দিয়ে বুঝাই
জীবনের প্রতিক্ষণে তোমাকেই চাই ।
একটু আড়াল হলে আধার সবই
তোমার তুলনা সখি নেইতো কিছুই ।
তুমি স্বর্গালোকের স্বর্গীয় সুধা জল
তোমাকে ছাড়া জীবনতরী অচল ।
চন্দ্রের ডাকে নদী জোয়ারে টলমল
তোমার স্পর্শে থাকি সদা সচল ।
এসো দুইয়ে মিলে করি নতুন সৃজন
সুহ্রদ নিয়ে রব আমরন আপন ।
সত্য সুন্দর প্রণয়ে করি আলিঙ্গন
সুবচনে মাখামাখি রই সারাক্ষণ ।
প্রণয়ী প্রণয়িণী মোরা গড়ি ইতিহাস
এসো প্রণয়ের গুলিস্থানে করি বাস ।