কতটা ভালোবাসো আমায় দেখছো কি ?
বাজলে ফোন হৃদয়ে ঝড় বহে নাকি ?
গোছানো কথা কি এলোমেলো হয়ে যায়
ও কথা হলোনা বলে বোকা মনে হয় ।
দেখা হলে পথে সর্বাংগ শীতল হয়
সময় কি শিকল পড়ায় হাতে পায়ে ।
মন,ধ্যান ঐ দিগন্তে ছুটে ছুটে যায়
হাত ধরে ঐ নীল আকাশ ছুতে চায় ।
কণ্ঠ তোমার কি গুন গুন গান গায়
বৃষ্টিতে কি তোমার মন ভিজাতে চায় ।
নিঃর্ঘুম রাতে স্নান কর চন্দ্র জ্যোৎস্নায়
নিয়ম ভেঙ্গে ঘর করতে মন চায় ।
তুমি বাচবে না মিলন যদি না হয়
এমন আমার হয় তোমার ও হয় ?
আমি লিখে দিলাম যদি এমন হয়
জেনো তুমি সত্যিই ভালোবাসো আমায় ।