পদ্মার ইলিশ রাজা
রুপালী সুন্দর তাজা ।
তেলে চুপচুপ ভাজা
খেতে বড্ড মজা ।
পদ্মার ইলিশ মাছের সেরা
খায় যারা বলে তারা ।
পাতে উঠে নাকে ঝাজ
স্বাদে ঘ্রানে মহারাজ ।