অনিয়ম যখন নিয়ম হবে যেন
সত্যের কলম আঘাত হানবে হেন ।
রুটি কলা খায় যারা চুপ করে রয় তারা
গোফে মতেল দিয়ে করে পায়তারা ।
চৌদ্দ শিকের ভয়ে কেউ মুখে দেয় তালা
অভয়ে কেউ লিখে মিটায় জাতির জ্বালা ।
সত্য লিখতে কেউ মানবে তো মানা
অসত্যকে মেনে কেউ করবে বাহানা ।
সত্য মিথ্যা শত্রু সেই আদিকাল থেকে
সত্যকে শ্রদ্ধা করেন দুনিয়ার বুকে ।
মিথ্যাকে যতই সাজাবে সুন্দর করে
দুর্গ্নধ ছড়াবে নিশ্চিত দ্বারে দ্বারে ।
সত্য আড়াল করে মিথ্যা করোনা প্রকাশ
মিথ্যা তোমায় একদিন করবে গ্রাস ।