ঈদের খুশির বান ডেকেছে
আয়রে সবাই আয় ।
নতুন জুতা জামা পরে
ঘুরবো সারা গায় ।
মামা খালা ফুফু বাড়ি
সকালে চাই যাওয়া ।
সালাম দিয়ে সালামি নিবো
সঙ্গে নিবো দোয়া ।
ঈদ্গাহে আজ যাব সবাই
ঈদেওর নামাজ পড়তে
দল বেধে যাব মেলায়
আনন্দ ফুর্তি করতে ।
দুপুর গড়ালে ফিরবো বাড়ি
পোলাও কোর্মা খাবো ।
নানা চ্যানেলে দেখব টিভি
ঈদের আনন্দে নাচবো ।