ঈদের কেনা কিনতে
ঘাম ঝরেছে বেশ ।
বেতন বোনাস যত ছিল
সব হয়েছে শেষ ।
মা,বাবা,ভাই,বোন
বাদ যায়নি কেঊ ।
অভিমানের সুর তুলে
আমার লক্ষী বউ ।
শশুর বাড়ির লাগি
করেছি কেনা কাটা ।
বাদ পড়েনি কোন কিছু
জুতা-চুলের কাটা ।
লক্ষী বিবির জোড়া জোড়া
কিনেছি দেখ কত ।
তাই না দেখে লজ্জা পেয়ে
মাথা করে নত ।
ঈদের খুশি বড় খুশি
সবার মুখে হাসি ।
যদি না পারো দিতে কিছু
হাসি খুশি পান্তা বাসি ।