রাজধানী ঢাকা
নাই কোথাও ফাঁকা ।
বড় বড় দালান কোঠা
লোকজনে আটা ।
বিদ্যালয়,হাসপাতাল আছে বেশ
তবুও যেন দূঃখের নাই শেষ ।
অফিস,আদালত,থানা
ঘুষ তাদের অন্যতম খানা ।
নগরবাসির সমস্যা
ডেসা,তিতাস,ওয়াসা ।
যানজটের কষ্ট
যাত্রা হয় নষ্ট ।
জীবন যাত্রা আঁকা বাকা
তবুও ছাড়ে না কেউ ঢাকা ।