মস্ত বড় বিল
উড়ছে একটা চিল ।
ধরতে মাছ মস্ত
ঘুরছে অবিরত ।
কি হয়েছে আজ
মাথায় পড়ছে বাজ ।
পায় না মাছ একটা
খাবে কি ঘাস টা ।
খোজা খুজি করে
ছোট পুটি ধরে ।
পায় না মাছ আর
মনটা ত্যার ভরে ।