টিপ টিপ বৃষ্টি পড়ে
টিনের চালে ঐ ।
এমন দিনে মা আমার
ভাজে চুলায় খৈ ।
ভাজে চাল,কাঠাল বিচি
বানায় চালের মোয়া ।
বৃষ্টির দিনে মিষ্টি বায়ু
হয় যে মজা খাওয়া ।