বৃষ্টি হলে ঢাকায়
জলেতে ভাসায় ।
সভ্যতার চাকা
ময়লায় পরে ঢাকা ।
ডুবে রাস্তাঘাট বাড়ি
বিকল হয় মোটর গাড়ি ।
কত রাস্তা হয়ে যায় খাল
মাঝি ধরে রাজপথের হাল ।
নৌকা চালায় না তুলে পাল
হেথা সেথা জেলে ফেলে জাল ।
কতোক খায় পোলাও তরকারী
কতোক অনাহারে দেয় দিন পাড়ি ।
কাজকর্মের গতি হয় মন্থর
ঢকা হয়ে যায় অচেনা এক শহর ।