ওগো মেয়ে বন্ধু হলে
বটবৃক্ষ হবো ।
বুক ভরা নিঃশ্বাস নিও
বিশুদ্ধ বাতাস হবো ।
বৃষ্টিতে ছাতা হয়ে
সাথে সাথে হাটবো ।
দুঃখ গুলি কেড়ে নিয়ে
সুখ ভরে দিবো ।
রংধনুর সাত রঙ
এনে দিবো নিও ।
এচ্ছে মতো জীবনটাকে
রঙ্গিন করে সাজিও ।