ঘরে তার নতুন মুখ
প্রাণে তার কি যে সুখ ।
দুরু দুরু কাঁপে বুক
বউ তার লাল টুক্টুক ।
সময় আর করবে না মিস
কথা বলবে ফিসফিস ।
কি কথা বলবে সে
কথা সব হারিয়েছে ।
দিবে নাকি একটা কিস
নাকি দেবে ঢেলে বিষ ।
ভেবে কিছু পায় না
ঘুম ধরেছে বায়না ।
ঘুমিয়ে নেয় একটুখানি
সূর্য তারে তুলে টানি ।
বুউ হাসে দিয়ে কাশি
বাসর হলো তার বাসি ।