জন্মেই আমি চিৎকার দেই
মায়ের ভাষা জানান দেই ।
প্রথম বুলি মাকে ডাকি
তার মূখের কথা শিখি ।
বাংলা আমার মাতৃভাষা
এই ভাষাটা বড়ই খাসা ।
এই ভাষার চর্চা করি
লেখা পড়া ডিগ্রিদারী ।
হাসি খেলি দেখি স্বপন
এই ভাষাটা বড়ই আপন ।
উর্দু ভাষা রাষ্ট্রভাষা
চেয়েছিল পাক শাসকরা ।
জ্ঞানী গুনি ছাত্র জনতা
ফুসে উঠে দেয়নি সাড়া ।
১৪৪ ধারা ভঙ্গ করে
ছাত্র জনতা মিছিল করে ।
রাষ্ট্রভাষা বাংলা চাই
এই চাওয়াতে আপোষ নাই ।
গুলি ছোড়ে রক্ত ঝরে
তবু দাবী নাহি ছাড়ে ।
রফিক জাব্বার সালাম ভাই
পথ শিশু শফিউর ভাই ।
বাংলা ভাষার রেখেছে মান
দিয়ে বুকের তাজা প্রাণ ।
অ আ ক খ পড়ি
শহীদদের স্মরণ করি ।
কাব্য সাহিত্যে ধারন করি
বিশ্ব দরবারে ফেরি করি ।