দেখে ছিলাম বাদলা দিনে
চুপচুপ তার গতর ।
ইচ্ছা ছিল জড়াই তারে
করি একটু আদর ।
রুপ তার রঙ্গে আঁকা
গলে গলে পড়ে ।
গোলাপী শাড়ী তার
গা জড়ায়ে ধরে ।
ডাগর কালো চোখ দুটি
দীঘল কালো চুল ।
ইচ্ছা করে এই আষাঢ়ে
পড়াই কদম ফুল ।
গাইছিলো সে বৃষ্টির সুরে
গুনগুনিয়ে গান ।
শুনে মন আনচান
জুড়ায় মন প্রাণ ।
বাতাস তার উড়ায় আঁচল
লাজুক ভরা হাসি ।
ছলা কলা ভাল্লাগে না
বলি ভালোবাসি ।
কথা শুনে বলে উঠে
কি বল্লিরে কনা ।
কপালে লাল সিঁদুর
দেখিস না ছাগল ছানা ।
কথা শুনে সুন্দরীর
আসে আমার কান্না ।
কান ধরেছি কোনদিন
বেল তলাতে আর না ।