এক,দুই টাকার কয়েনে কি হয় ?
পোয়াতির কত দুয়ারে হাত পাততে হয় ।
কি খাবে পেটে পড়লে তো বুক ভরবে
উলংগ শিশু শীতে জড়সড় বোটা চোষে
দুধ না পেয়ে দেয় কামড় মারে চিৎকার
কাঁপে আসমান স্রষ্টার আসন
অথচ কাঁপে না বে রহম দিল
ওদের ঝোলায় স্বর্ণ মুদ্রা সম্পদের পাহাড়
পোষাকে বাহার সাইলো ভর্তি আহার ।