আয়রে ঘুম আয় ত্বরা
খোকার চোখে দে ধরা ।
দিব দুধ দই ছানা
পোলাও কোর্মা দই ছানা ।
দিব গাড়ি,ঘোড়া,হাতি
বিয়ে করতে দেব ছাতি ।
আয় ঘুম চুপিচুপি
নিভিয়ে দিলাম ঘরের কুপি ।
করিস না আর দেরি
আয়রে ঘুম তাড়াতাড়ি ।