আয় ছেলে মেয়ের দল
চাদের দেশে চল ।
চাদের গায়ে খেলবো খেলা
থাকবো সেখানে চল ।
চাদের বুড়ি নেই সেথায়
চড়কা কাটা মিছে ।
ও সব শুধু কল্প কথা
আমরা জানি মিছে ।
চাদের দেশে ঠান্ডা বিষম
সুর্য উঠলে কম ।
চাদের দেশে থাকতে হলে
মানতে হবে নিয়ম ।
চাদের দেশে নেইকো পানি
বিঞ্জান আমাদের জানায় ।
চাদের দেশে থাকতে হবে
বিশেষ নিয়ম কায়দায় ।