মাতাল হাওয়া বইছে দেখো
মাতলামিতে ভরা ।
পাল উড়ছে চলছে তরী
চলছে খুব তাড়া ।
মাতাল হাওয়ায় নদীর পানি
তুলছে বড় ঢেউ
পাকা মাঝি হাল ধরেছে
গুন টানে না কেউ ।
উজান ভাটির গান ধরেছে
মাঝি মাল্লার দল
পাল তুলে তরী চলে
শব্দ কল কল ।
ঈশাণ কোনে ঐ দেখা যায়
কালো মেঘের ভেলা
কূল কিনারা নাই যে নদীর
মন করে উতলা ।
ঝড়ের আগে যেতে হবে
মাঝি মাল্লাদের কয়
হাওয়ার বেগে টানো দাড়
নইলে আছে ভয় ।