দরজায় কেউ নক করলেই ভিতরে তুফান
মনের কার্নিশে কোকিল ডাকে বসন্তের দ্বারে ।
সমুদ্রের অর্নব আছড়ে পড়ে বালুময় পারে ।
খিল খুলতেই আবদার,ভুখা পেটে করো দান ।
জান নাই স্বামী কতকাল আশা হবে গুড়ে বালি
তবু আশার বালিতে বাধি ঘর সাজাই বাসর ।
ফুল শুকায় নদী ভাঙ্গে ঘর জাগে আশার চর
ফসলের আশায় বালুচরে বুনি সোনালী আলি ।
মুসাফিরের থালে ভরে দেই হাড়ি উজাড় করে
আল্লাহ জানি ফেলতে পারে না ওদের আবদার ।
সেই লোভে মিনতি করি হাত তোলেন মুসাফির ।
বিশ্বস্ত কন্ঠে বলে আসবে একদিন ঘরে তোমার ।
সেই থেকে কড়া নাড়লেই আশায় খুলি দোর
হয়তো অন্ধকার ঠেলে একদিন আসবে ভোর ।