আমি কোথাও যাবো না
আমি নই সন্যাসি ভবঘুরে ।
চাই না ঘরে বন্দী হতে
এই বাংলায় মাটি কামড়ে পড়ে আছি
বহু শতাব্দীর পর শতাব্দী ধরে ।
আমি সমাজ সংষ্কারক
জুলুমের বিরুদ্ধে গর্জে উঠা হাতিয়ার ।
আমি যুগে যুগে আসি
নিপীড়কের বিরুদ্ধে লড়ি ।
আমি তিতুমিরের বাশের কেল্লা
ব্রিটিশ বিরোধী আন্দোলন ।
ইংরেজের অমার্জিত চেহারার কদর্য রুপে
যথার্থ অংকন ,লিখন,প্রকাশ প্রতিবাদ
কাজী নজরুলের অগ্নিবীণা,শিকল পরার গান ।
রবীন্দ্রনাথের কবিতার পংক্তি ;
“বিচারের বাণী নিভৃতে কাঁদে “
নাইটহুড প্রত্যাখান ।
আমি জমিদারের হয়ে
ব্রিটিশের পা চাটা কুত্তা হইনি ।
আমি ভাষা আন্দোলনের দাবি ;
“ রাষ্ট্র ভাষা বাংলা চাই
দিতে হবে দিয়ে দাও “
আমি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ;
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম “
আমি অকুতোভয় স্বাধীনতার ঘোষক জিয়ার দৃঢ় কন্ঠ
“বংগবন্ধু শেখ মুজিবর রহমানের পক্ষ থেকে
স্বাধীনতা ঘোষনা করছি “
আমি নব্বুইয়ের গণ আন্দোলন
নুর হোসেনের বুক পিঠের ফেষ্টুন
স্বৈরাচার নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক “
আমি যুগে যুগে আসি
যুগে যুগে আসবো ।
সত্য সুন্দর অস্ত্র দিয়ে
মিথ্যা বধ করবো ।
রক্তার্জিত স্বাধীনতায়
সোনার বাংলা গড়বো ।
আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিস্বাসী ।
কুসংষ্কার অজ্ঞতা দু’পায়ে দলি ।
বৈষম্য,দারিদ্র,ক্ষুধা
রাখবো না দেশে অভিধানে ।
আমি অকুতোভয় যোদ্ধা যুদ্ধ করি
মানবতা বিদ্বেষীদের বিরুদ্ধে লড়ি ।
হই শহীদ অথবা গাজি
আমি ছিলাম আছি থাকবো
এই বাংলায় ।