আমাদের খোকা
নয়তো বোকা ।
করে না ঝগড়া
খায় না বকা ।
পড়ে লিখে
হাত হাত পাকা ।
পরীক্ষায় পায়
নাম্বার পাকা ।