উত্তরা বায়ু এখনো হয়নি বিলীন
মিষ্টি রোদ রাতের আমেজ শীত শীত ।,
আজ ফাগুন এসেছে ধরণীর বুকে
কোকিল সুকণ্ঠে চারদিকে গায় গীত ।
জানা অজানা ফুল ফোটে বন বাগানে
পিউঠা উৎসব এখনো গ্রামের ঘরে ।
ফুলে ভরা আম,লিচু লেবু তরু শাখা
কাঠালের মুচির সুগন্ধে মন ভরে ।
মাঠে মাঠে রবিশস্য কাটাকাটি ধুম
ধাণ ক্ষেত লকলকে বাড়ন্ত যৌবন ।
শীতের পাখি ফিরে যায় নিজ গন্তব্যে
তোমাতে পথ চেয়ে আজো কাঁদে মন ।
ফাগুন আসে ফিরে ফিরে নতুন সাজে
তেমনি করে আসো তুমি আমার মাঝে ।