নির্ঘুম রাত
লেখিকাঃ মোনালী
১৬/০৭/২০২০ ইং

নির্ঘুম রাত
     জেগে থাকে চোখ জোড়া

মনের ভিতর চোলছে স্মৃতির তোলপাড়।

নির্ঘুম চোখ আজ‌ও জালানায়
        নিজেকে শোনাই হেরে যাওয়ার গান

স্বপ্নেরা মরে গেছে বহুকাল আগে
       আমি বেঁচে আছি জীবন্মৃত হয়ে।

নির্ঘুম রাত
    খুঁজে ফিরি আমার প্রিয়তমা কে
         যে বলেছিল ফিরবে
                কোন ও এক নির্ঘুম রাতে।

নির্ঘুম চোখ আজ‌ও জালানায়
     তার ফিরে আসার প্রতিক্ষায়
        
          নির্ঘুম চোখ
              আজ ও পাহাড়া দেয় তার স্বপ্নকে

    নির্ঘুম চোখ
    আজ‌ও জেগে থাকে কারোর বেইমানির জন্য।
        
  নির্ঘুম চোখ জানালায়
       কাটিয়ে দেয় আরো একটি নির্ঘুম রাত।