নীলাঞ্জনা ৫
লেখিকা : মোনালী
০১/১০/২০২০
আমার নীলা
নীলাঞ্জনা
আমার পাগলি
আমার ভালোবাসা
আমার জীবন
তুই আজ ও আমার ওপর রেগে আছিস
সেদিন যদি একটু তাড়াতাড়ি আসতাম
তাহলে আজ তুই আমাদের সাথে ই থাকতি।
আমাদের মানে
আমার আর তোর মেয়ের।
তুই সব সময় বলতিস না
তোর কিছু হলে আমাকে কে দেখবে,
আমি যে কিছু ই পারি না।
কিন্তু এখন আমি সব পারি
মেয়ের চুল বাঁধতে পারি,
পোষাক ধুয়ে আয়রণ করতে পারি।
আমাকে যে সব টা পারতেই হয়
কারন আমি যে বাবা।
আমাদের মেয়েটা
আমাদের ভালোবাসা স্মৃতি
জানিস নীলাঞ্জনা
আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গেছে
আজ তার চৌদ্দতম জন্মদিন
আমাদের মেয়েটা আমাকে অনেক বোঝে
ঠিক তোর মতো
আমার খুব খেয়াল ও রাখে ঠিক তোর মতো
জানিস নীলাঞ্জনা
মেয়েটা তোকে খুব মিস করে
কিন্তু আমাকে বুঝতে দেয় না।
তবুও আমি বুঝে ফেলি
কারন আমি যে ওর বাবা।
আমার পুরো পৃথিবী জুড়ে
তুই আর আমাদের মেয়েটা,
তোর জায়গা টা তোর ই আছে।
আজও তোকে খুব ভালোবাসি রে
তোর ভালোবাসা তোর ই ছিল
তোর ই আছে
আর তোর ই থাকবে।
তুই যে আমার প্রথম প্রেম
তুই যে আমার নীলাঞ্জনা।