হিজরার আর্তনাদ
লেখিকাঃ মোনালি
নইকো পুরুষ নইকো নারী
সবাই বলে হিজরা।
সমাজের কাছে অস্পৃশ্য মোরা
কেউ দাম দেয় না।
কেউ বলে অমঙ্গল,কেউ বলে অপয়া
শুভ কাজে গেলে নাকি সেই কাজটা হয় না।
ভিক্ষে টাকায় চলে পেট চলে মোদের
তবুও আমরা নাকি চোর ছ্যাচড়।
নেই কোন শিক্ষা,নেই কোনো কাজ
নেই কোন আইন,নেই কোন আদালত।
বিনে চিকিৎসায় মরে গেলে ও রাখেনা কেউ খোঁজ।
পরিবারের ঠাঁই নেই,সমাজ মোদের চায় না।
আমার ও যে খোদার সৃষ্টি মানতে চায় না কেউ।
অবহেলা আর অবজ্ঞার মোদের নিত্য সঙ্গী
তবুও ভদ্র সমাজে মোরা অসভ্যতার প্রতীক।
যত প্রতিশ্রুতি যত টাকা সব সভ্য সমাজের জন্য।
আধুলি শিকির ও ভাগ জোটে না আমাদের জন্য।
পুরুষ নয় মহিলা ও নয় আমাদের মানুষ ভাবতে শিখুন।