ভারতী বিখ্যাত Rap গায়ক বাদশা তাঁর নতুন গানে বিখ্যাত বাংলা গানের দুটি লাইন ব্যাবহার করেছেন।যা বাংলার বিখ্যাত শিল্পী রতন কাহারের লেখা। রতন কাহারের লেখা বড় লোকের বিটি লো গান তৈরি পেছনের রহস্য নিয়ে লেখা আমার একটি কবিতা।
বড় লোকের বিটি লো
লেখিকাঃমোনালী
মাটির শিল্পী রতন কাহার
গঞ্জে গঞ্জে গাহেন মাটির গান।
কন্ঠ তাঁহার ওপরওয়ালার দান
গাহেন তিনি মাটির গান।
গঞ্জে গঞ্জে ঘুরে
খুঁজছিলেন গানের রসদ।
ঘুরিতে ঘুরিতে পোছালেন এক উঠানের
সেথায় দেখেলেন এক মা কন্যার লম্বা চুল মাখিয়ে দিচ্ছেন তেল।
কন্যাটি তাহার অতিব সুন্দরী
নয় দরিদ্র কন্যা রুপি।
কাহার জি কন্যার মা কে সুধান
এই কন্যা কি তোমার?
মা কহিলেন পড়িয়াছিলাম এক বাবুর প্রেমে।
ভালোবেসে সকলে সামনে পড়িয়েছিল সিঁদুর।
বাধিলাম সুখের সংসার ছোট এই কুটিরে।
একদিন বাবু কহিল তিনি যাবেন শহরে
তাহার মা-বাবাকে বুঝিয়ে ঘরে তুলবে মোরে
এই কহিয়া বাবু গেলেন শহরে।
সপ্তাহ যায় ,যায় মাস বাবু আর ফেরে না কোন ছোট কুটিরে।
একদিন জানলাম বাবুর সন্তানের হব মা।
ভাবিলাম এবার বোধহয় ফিরবেন বাবু।
দেখতে দেখতে কেটে যায় নয় টি মাস।
জন্ম নেয় কন্যা সন্তান।
তাতে নিয়ে কোলে
অনেক কষ্টে পাইলাম বাবুর বাড়ির সন্ধান।
বাবুর সামনে গিয়ে কহিলাম এ যে তোমার সন্তান।
শুনিয়া ক্ষেপিয়া উঠিলেন বাবু।
অস্বীকার করে তাড়িয়ে দিলেন মোদের।
চোখের জলে বুক ভাসায় ফিরে আসিলাম নীড়ে।
সেই থেকে এই কন্যা শুধু আমার।
বাড়ি থেকে বেরিয়ে আসার পর
কাহার জির মাথায় রচিলেন একটি লাইন।
বড়লোক বিটি লো লম্বা লম্বা চুল।
এভাবে ই তৈরি হয়ে গেল এক বিখ্যাত গান।