রক্তাক্ত
নাফিউল ইসলাম
আমাকে লিখতে বলো না
আমি বর্ণমালা ভুলে গেছি
এই রক্তাক্ত বাংলা দেখে
আমাকে বলতে বলো না
আমি ভাষা হারিয়ে ফেলেছি
এই রক্তাক্ত বাংলা দেখে
আমাকে গাইতে বলো না
আমি সুর ভুলে গেছি
এই রক্তাক্ত বাংলা দেখে
আমাকে বের হতে বলো না
আমি হাঁটা ভুলে গেছি
এই রক্তাক্ত বাংলা দেখে
আমি চিৎকার করতে পারছিনা
আমি প্রতিবাদ করতে পারছিনা
আমি দিশেহারা হয়ে গেছি
এই রক্তাক্ত বাংলা দেখে
না না আমাকে পারতেই হবে
বীর শহীদের রক্ত আমার গায়ে মেখে
আমি আজ লিখা শুরু করব
আমি আজ বলা শুরু করব
আমি আজ গাওয়া শুরু করব
আমি আজ বের হব
এই রক্তাক্ত বাংলায়
আজ আমি চিৎকার করবো
আজ আমি প্রতিবাদ করব
আজ আর সহ্য করতে পারছিনা
এই রক্তাক্ত বাংলা
এটা বাহান্ন
পূর্ব বাংলা হতে পারে না
এটা একাত্তরের
সোনার বাংলা হতে পারে না
সংঘাত নিরাশন করে
সোনার বাংলা ফিরিয়ে আনো