ধর্ষক,
নারীর অধিকার হরন করে যে
লোকে যে তাকে ধর্ষক বলে
সে তো নির্লজ্জ মানবো নয়
আসলে সে ক্ষতিকর কীটপতঙ্গ।
নারীর কান্না তুমি শোন?
কতটা হৃদয়বিদারক হয়?
তুমি কি জানো কেন কাঁদে?
স্ব তিত্ব হরনের কারনে।
তোমার পা কি থামবে না?
এ সমাজ সহ্য করবে বারবার?
তবু জানো, নারী জাগবে আবার
তোমার শাস্তি হবেই এবার।
তোমার কারনে আশা ভেঙ্গে চূর্ণ
অশ্রু গাড়ায় তাহার কর্ন
পারবে কি ধর্ষক তুমি মূল্য দিতে
সামান্য এক ফোঁটা চোখে জলের?
আগুনের এই নোংরামি খেলা
তোমার চোখে নারীকে অবহেলা
ঘৃণ্য তুমি সমাজে, ঘৃণ্য হবে ধর্মে
কুরআন, পুরাণ আর বাইবেল
শাস্তি পাবে তুমি সবার বেলায়।
এ পৃথিবী আমাদের, এটাই নারীদের
ধর্ষকের পৃথিবী হবে কারাগারে
তাদের স্থান হবে নরকে
তাদের নিক্ষেপ করো অগ্নিগিরিতে।
ধর্ষক তুমি, দৃষ্টি তোলে দেখ,
মানবতার দিকে এবার ফেরাও মুখ।
সমাজের চাপে নত হবে তুমি,
নারীর বিজয় আসবে,সময় নেই আর দূর।
রোকেয়া সুফিয়ার দেশে
কি করে ধর্ষক জেগে উঠে
দমন করতে হবে তাদের
অস্ত্র তুলে হাতে হাতে।
শাস্তি দিবে হবে তাদের
যোগ্যতা মোতাবেগে।
ধ্বংস হবে ধর্ষক,
থামবে না লড়াই,
নারীর সম্মানেই জাগবে
সব ধ্রুবতারা তাই।
✏️নাফিউল ইসলাম