স্বাধীন দেশে প্রয়োজন কিছু মৌলিক ও কাঠামোগত সংস্কার।
প্রয়োজন বিচার বিভাগকে প্রশাসন থেকে সম্পূর্ণ পৃথক করা।
প্রয়োজন দুদক সহ সকল কমিশন স্বাধীনভাবে সাজানোর।
প্রয়োজন প্রসাশন কে রাজনৈতিক বলায় থেকে মুক্ত রাখা।

সত্যি বলছি, এখনি দরকার একটি নিরপেক্ষ তদন্ত কমিটির। পক্ষপাত দোষের অভিযোগ মুক্ত এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি - বেলজিয়াম কাঁচের মতো স্বচ্ছ, পরিচ্ছন্ন একটি তদন্ত কমিটি - সেনাবাহিনীর রক্ত চক্ষুর ভয়ে যে ভীত নয়, র‍্যাপিড একশন ব্যাটেলিয়নের ক্রস ফায়ারেও যার ন্যূনতম ভয় নেই, হাসিনার আয়না ঘরকেও পরোয়া করে না। তেমন একটি নির্ভীক তদন্ত কমিটি চাই।

একটা পক্ষপাতহীন তদন্ত শেষে ইতিহাসের সমস্ত পুনরাবৃত্তি হটিয়ে শেষমেশ যদি সেই তদন্ত কমিটি একটি রিপোর্ট দিয়েই ফেলে, তবে কসম বলছি -
হ্যা পবিত্র সত্তার শপথ,

আমি আন্তঃগ্যালাকটিক প্রেস কনফারেন্স ডেকে জানিয়ে দেবো মন খারাপের কারণগুলো।

আমি বলে দেবো সাগরনী, আবরার, রিফাত,সহ মেজর সিনহা হত্যার ইতিহাস।
আমি বলে দিব হেফাজতের তরুণ সৈনিক ধ্বংসের অতীত কাহিনী।
বিশ্বকে জানিয়ে দিব পিলখানার কালো রাত।
আমি উন্মাদ হয়ে বলবো মেজর আজিজ, বেনজীর সহ আবেদন আলির দূর্নীতি,চাঁদাবাজ, সন্ত্রাসী,অর্থ পাচারের গোপন তথ্য।
অশ্রুসিক্ত হয়ে আমি নিবেদন করব ২৪ এর গনহত্যা।