TSC-র ছাউনী পেরিয়েই আমি দেখতে পাই তোমাকে,
ফুল মালঞ্চ ঘিরে তোমার রঙ্গ ছবি আমার অন্তর কেঁপে ওঠে।
রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়,
আমি তোমাকে খুঁজি দিবা রজনী।

নাজাতের অগ্নিঝরা বক্তব্যে আমি তোমার আওয়াজ শুনতে পাই।
পুরোনো গোরস্থানে আমি তোমার আর্তনাদ দেখতে পাই।
নীলক্ষেতের পুরোন বইয়ের প্রলপে তুমি হারিয়ে গেছো নতুন শহরে।
নতুন মানুষ নতুন রূপ ও রীতি এবং নতুন বছর পেয়ে আমাকে ভুলে গেছো।

কিন্তু কখনো আমি ভাবি নি, শরৎ আসার আগেই বর্ষার ঘন কালো মেঘ আঁধার জমাবে আমার হৃদয় কনে।