গাজায় যে গণহত্যা চলছে তা কি দেখছেন না?
আচ্ছা আমাদের মৃত্যুকি স্বাভাবিক ঘটনা হয়ে গেছে?
আপনারা কি ফিলিস্তিনি ছোট শিশুদের দেখেননি?
কি রকম অনাহারে আমরা দিন কাটাচ্ছি?
আমরা কেন ভীত ও বাস্তচ্যুত হচ্ছি?
আজ তোমরা নিজ ঘরে বসে ইফতার করবে,
আর আমরা তাবতে।
তোমরা তোমাদের সৌজন্যে মুখরিত মসজিদে নামাজ আদায় করবে।
আর আমরা ধ্বংসাবশেষের উপর নামাজ পড়বো।
আচ্ছা প্রতিটি মানুষের কি নিরাপদে বাস করার অধিকার নাই?
আমাদের কি মৌলিক অধিকার নেই?
আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই?
আমাদের কি ধর্ম পালনের অধিকার নেই?
আমাদের কি নিরাপদ খাবারের অধিকার নেই?
আমাদের চিকিৎসালয় বন্ধ কেন?
আমরা গাজায় আগুন আর আগ্রাসনের কবলে মারা যাচ্ছি।
আচ্ছা যদি আমাদের ব্যাপারে ন্যায় বিচার না করেন, আল্লাহর ন্যায় বিচার আমাদের জন্য যথেষ্ট।
আমাদের নাম নিয়ে পৃথিবী আলোকিত হবে।
এবং আমরা সব সময় স্বাধীন থাকবো।
আমরা ভালোবাসা আর শান্তিতে বসবাস করবো।
আমরা গাঁজা এবং আমাদের ঘরবাড়ি পুনঃ নির্মাণ করব।
আমরা এই ভূমিতে প্রাসাদ নির্মাণ করব।
আমরা এখানে বীজ বপন করব।
আমরা প্রেমের সেতু নির্মাণ করবো।