সময়কে মনে রাখুন,
- কোন সময়ে কোন মানুষ কী রকম আচরণ করেছে,
কে বন্ধুর হাত অগ্রসর করেছে, আর কে স্বার্থের হাত বাড়িয়েছে।
কার হাতে গোলাপ ছিল, আর কে পেছন দিয়ে ছুরিঘাত করেছে?  
বিপদে কারা এসে পাশে দাঁড়িয়েছে, আর কে সুযোগ মতো নিজেকে পাল্টে নিল।

কে নীরবতাকে দুর্বলতায় পরিণত করতে চেয়েছে?
আর কে অনুপ্রেরনা দিয়ে মানুসিক সাপোর্ট দিয়েছে?  
             এগুল মনে রাখা দরকার!💔
যত গুলো বে-নামি বার্তা আছে তার মুখ উন্মাচন করা দরকার।
       রিপ্লাই না দেয়া মেসেজের উত্তর খোঁজা দরকার।
       মিথ্যা লেখকের কলম ভাংগার সময় এসেছে।
হে তরুণ! জগ্রত হও।
       সময় ফুরাবার আগে হিসাব মিলাও,
       নতুন দিনের পৃথিবী তোমার অপেক্ষায়।




আপনাদের রাকিব। নাজাতিয়ান। তরুণ লেখক।
তেজগাঁও কলেজ কে কেন্দ্র করে। বোটানি। নিন্দার জবাব।