বিস্তারিত জানতে চাই।
মনের বিস্তারিত, হারানো প্রেমের বিস্তারিত, লুকিয়ে রাখা চিরকুটের বিস্তারিত।
গোপন আলাপ শুনতে চাই।
রেগে যাওয়ার পর ফোনালাপ কিংবা ভেজা চোখে প্রেমিকার প্রেমালাপ।
কিছুটা সংবেদনশীলতা চাই।
ফেলে আসা সময়ে ফিরে যেতে চাই, হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পেতে চাই, ট্রাফিক নিয়ম ভেঙে জরিমানা গুনতে চাই।
একটা মুঠোফোন চাই।
মুঠোফোনে ম্যাসেজের রিপ্লাই আসার অপেক্ষায় থাকতে চাই।
কিছু একটা চাই। কিছু চাইনা তবু কিছু একটা চাই