মৃতরাও অপেক্ষায় থাকে পুনরুত্থানের; তোমরা অপেক্ষায় থাকো একটি সুন্দর দিনের, একথালা গরম ভাতের, একটি ফোনকলের, একটি শব্দের, একটি স্বপ্নের।
অথচ আমার কোনো অপেক্ষা নেই; আমি মৃত নই, তাই পুনরুত্থানের তাড়া নেই, আমার রাত থেকে দিন দিন থেকে রাত দীর্ঘায়িত.. প্রলম্বিত। তাই আবির্ভাবের অনিশ্চয়তায় বিধ্বস্ত হয়ে ফিরে গেছে অপেক্ষারা।
আমি শুধু এক অন্ত:সারশূন্য মাকড়সার খোলস ঝুলে থাকি নির্জন শূন্যতায়, সময়ের কাছে বন্দক রেখে জাগতিক সব আহ্লাদ।