যার যখন যতোটুকু প্রয়োজন তা মিটে গেলে, বাকি অংশের নামই বদনাম।
সে যেই হোক না কেনো, যাদের তুমি কাছের ভাবো তাদের কাছেই শোনো।
গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। অথচ টেবিলে বসা ছিল তোমার ক্লোজ ফ্রেন্ডরাই
এটাই বাস্তব! কারণ মানুষ দোষ মনে রাখে, গুন না।


নিজের চোখে যখন দেখি বা শুনি, তখন বুজি কতটা ভালোবাসে আমায় তারা?
আমার ক্লোজ ফ্রেন্ডরাই আমার বদনাম করে। সম্পর্ক নষ্ট হবে দেখে চুপ থাকি আর ভাবতে থাকি আমি মানুষকে হাসিমুখে সালাম দেই কিন্তু জবাবে তাদের মুখ মলিন হয়ে যায়। তাই আমার পক্ষে সকলকে খুশি রেখে চলা সম্ভব নয়।