আজ‌ও নাকে লাগে ---
মায়ের বুকের সেই উষ্ণ গন্ধ,
সেই ছোট্ট থেকে পেয়ে আসা এই গন্ধ
যেন আজও এক‌ই রকম ,
তার কোনো পরিবর্তন নেই ;
যেমন পরিবর্তন নেই
মায়ের অগাধ ভালোবাসার।

সহস্র যুগের এই গন্ধ ঢের দামী,
যা বহু মূল্যেও পাওয়া দুষ্কর।
তুমি আমি সকলেই পাই এই গন্ধ
তবে ভিন্ন শুধু আমাদের অনুভূতিটায়।

মায়ের এই বক্ষ ডোরে থাকাটা এক চির শান্তি
আর গন্ধটা ,সেটা তো বহু পূণ্যের ফল।