তপ্ত ধূলোবালির ভিড়ে
হঠাৎ তার সাথে দেখা
যাকে খুঁজেছিলাম একদিন
সবুজে সবুজে, নীল দিগন্তে।

উন্মত্ত, পাগল করা শকট থেকে নেমেই
চোখে চোখ পড়ল আমাদের,
যেন পথের পারে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য
এক অধির আগ্রহে পথ চেয়ে আছে আমার।
দুদন্ড ধরেও থাকি নি সেই পথে
এক পলকেই মুগ্ধতা নেমে এসেছিল
আকাশ জুড়ে।

সেই চাহনি , সেই অমূল্য হাসি, সেই অপেক্ষার ধরন
আমার মাঝে এনেছে যেন ---
সমুদ্রের বাঁধ ভাঙার জোয়ার ,
আজ‌ও চোখের পর্দায় ভেসে চলেছ তুমি ।
নীড়ে ফেরা নীল দিগন্তের সেই পথিকের মতো।
প্রেমাতাল হয়ে আছি !
বিভোর হয়ে আছি তোমার প্রেমে ---
শুধু তোমার প্রেমে।

আসুক না আবার চোখে চোখ রাখার
সেই মহেন্দ্রক্ষণ মুহূর্তটা ।
এবার না হয় একটু শান্ত হয়ে পথের ধারে
পথিকের সেই পন্থশালায় মিলিয়ে নেব
তোমার আর আমার জমানো সেই অগ্নিলালা ।
না হয় কোনো এক নির্জন সবুজের মাঝে
দুহাত এক করে হারিয়ে যাব প্রেমের অতল গহ্বরে।
আর না হয় গোমতীর পার হয়ে ছুটে যাবো কোনো এক
নিরালা নীড়ে,
অথবা ঝামেলাহীন কোনো এক দ্বীপে।

রচনাকাল:- ২৫/৪/২৩