হে রবি,
আমার খুব ইচ্ছে করে।
আমার খুব ইচ্ছে করে -----
তোমার সৃষ্টির অতলে হারিয়ে যেতে ,
তোমার সৌন্দর্যের দিগন্তের স্বাদ আস্বাদন করতে।
আমি জানি ,
আমি জানি তোমার অতল সমুদ্র গহ্বরে
তলিয়ে যাওয়া দুষ্কর।
কিন্তু তবুও কেন জানি
ইচ্ছে করে,
খুব ইচ্ছে করে।

আমার মন-প্রাণ-জীবন জুড়ে
শুধু তোমার প্রতিমূর্তি সদা বিচরণ করে ,
আমার ধ্যানে-জ্ঞানে শুধু তুমি ---
শুধুই তুমি।
তোমার ছড়ানো সেই ডালপালায়
আমি যেন এক শান্তির নিবাস খুঁজে পাই,
ইচ্ছে করে এই নৈরাজ্য জগত ছেড়ে
ছুটে যাই তোমার সেই অপাপবিদ্ধ সলিলে।

আমি আজ আমাকেই খুঁজে পাই না,
আমার অস্তিত্ব ;
আমার স্বরূপ সন্ধানে আমি সদা ব্যস্ত।
তোমার ছড়ানো বিতংসে আমি জড়িয়ে আছি,
সেই দীর্ঘ কাল ধরে,
আর তা কত শান্তি-প্রীতি-স্নেহ জরানো ।

ইচ্ছে করে আমৃত্যু সেই কারাগারে বন্দি হয়ে থাকি ,
আমৃত্যু।
আমাকে কেউ খুঁজে না পাক ।
আমি আর তুমি সেই কারাগারে ;
তোমার শিকলে আবদ্ধ হয়ে রবো চিরকাল ,
চিরটাকাল ।