চুপ হয়ে থাকি
সারাদিন চুপ হয়ে থাকি
নির্জন মাঠের শেষে।
বসে বসে ভাবি নিশ্চুপ হয়ে
তাকিয়ে থাকি এক অপলক দৃষ্টিতে
আকাশের সাদা কালো মেঘের দিকে।
তারা উড়ে চলে কত আপন মনে
তাদের পৃথিবীতে নেই কোনো কলহের বাতাবরণ
নেই কোনো দ্বিধা-দন্দ্বের ঝলকানি,
নিজেদের খেয়ালে পথ চলছে অহরহ
বাঁধা দেওয়ার মতো কেউ নেই
শাসন করার মতো কেউ নেই
আর আমাদের পৃথিবীতে প্রত্যহ চলছে
দাঙ্গা-হাঙ্গামা, আর ;
বিরাট পথঘাট জুড়ে হেঁটে চলছে
রঙিন মশালের মিছিল।
আর জোরে জোরে ধ্বনিত হয়
একে অপরের অপবাদ।
আর সুরে সুরে গীত হয় নিজ নিজ গুণপুঞ্জ ।
তাই তো,
আজকের এই সভ্যতা ছুটে যেতে চায়
মেঘেদের সেই শান্তিময় পৃথিবীতে,
গিয়ে আবার জীবন শুরু করবে
একটু অন্য স্বাদে,
ক্ষানিকটা বাঁচার পিপাসায়।