এই নিস্তব্ধ শহর আমার প্রেমিক ---
এই নিস্তব্ধ শহরের বুকে বুক ;
হাতে হাত ; পায়ের 'পর পা রেখে
উবু হয়ে আছি দীর্ঘ জীবন ধরে ।
এক মুখশ্রী খুঁজে যাই নিয়ত
আঁধারির ঘনঘটা অন্ধকারে;
কুয়াশার চাদরে মোড়া শহরের সৌন্দর্যে;
দিনের উষ্ণ মলিন দুরন্তপনায় ।
তুমি আজ অদৃশ্য হয়ে আছ -- আমি জানি;
তবুও তোমার টানে টানে বারংবার
ছুটে চলি এই নিস্তব্ধ শহরের সিক্ত বুকে।
আর না পেয়ে ক্লান্ত মনে বিলীন হয়ে যাই
এই কুয়াশাচ্ছন্ন শহরের নিস্তব্ধতায়।
এতোই ঘনিষ্টতা আজ আমাদের মাঝে ,
বিরহ - মিলনে শুধুই নিস্তব্ধতা
এই শীতের রাতের ঘোর কালো নিস্তব্ধতা।