আমার এই দুটো চোখের পাতা
একদিন নিমীলিত হয়ে যাবে ,
যেমনি নিমীলিত হয় পরন্তু বিকেলে
রক্তলাল নক্ষত্র আর ফুলের পাপড়ি।
তখন খুব নিঃস্ব মনে হবে ;
যখন আর খুঁজতে পারব না তোমায়
আর দেখতে পারব না এই আকাশ,
সেই নীলত্ব, দিগন্ত।

চোখের পাতায় আর খেলা করবে না ঘুম পরীরা
তখন আমি অবিলম্বেই চলে যাব ,
এক অপার্থিব জগতে,
এই আলো-আধাঁরি জগত ছেড়ে
সেখানেও যাপন করব নিঃসঙ্গ হয়ে।

আজ আমি ক্লান্ত-শ্রান্ত
শুধু তোমায় খুঁজে খুঁজে,
কাছে পেয়েও পাই না তোমায়
অদৃশ্যে যাও হারিয়ে।
কিন্তু দুঃখ হয় না একটুও
দুঃখ হয় আজ এই ভেবে যে ---
আর খুঁজতে পারব না তোমায়,
একদিন নিমীলিত হয়ে যাবে
আমার এই দুটো চোখের পাতা।

জানি একদিন আসবে এই পোড়া হৃদয়াঙিনায়,
তখন আমার চোখের তিমির অন্ধকার খুঁচে যাবে ।
আর , যদি আসার বাসনা থাকে তোমার মাঝে,
তাহলে এসো ---
আমার এই দুটো চোখের পাতা নিমীলিত হ‌ওয়ার আগে ।