এক লক্ষ বছর হলো আমি মানুষ দেখি না স্বচক্ষে
এক লক্ষ বছর হলো।
মানুষের অবয়ব সম্পর্কে আমার কোনো ধারণা নেই
মানুষের হাবভাব , চালচলন সব‌ই আমার অজানা ।
কারণ আমি মানুষ দেখিনি কোনোদিন ।

প্রত্যহ দেখে চলছি মানুষের মুখোশ পরিহিত নামধারী মানুষ ।
তাদের একদিন জিঙ্গাসা করলাম "বলুন তো মানুষের স্বরূপ কী? "
তখন তারা নির্বাক , প্রায় ব্রীড়াকুঞ্চিত।
তৎক্ষণাৎ অদৃশ্য,
আর আমি চলেছি মানুষের খুঁজে।

নাগাল পাই নি আজ‌ও সেই মানুষের,  
যার ছোঁয়ায় অবসান পাবে আমার সেই একান্ত প্রশ্ন ।
পেয়ে যাবে এক সুন্দর উত্তর,  
আর তাতেই আমার আবার পুনর্জন্ম
আমি মানুষ হবো ,
মানুষে পরিপূর্ণ করব এই নৈরাজ্য সভ্যতাকে।