ঝড় উঠুক
এই বসন্তে
কাক-কোকিলের ভিড়ে,
ঝড় উঠুক
এই বসন্তে
পলাশ শিমুলের তীরে।
ঝড় উঠুক
এই বসন্তে
শুষ্ক নদীর ত্বকে,
ঝড় উঠুক
এই বসন্তে
মৌমাছিদের চাকে।
ঝড় উঠুক
এই বসন্তে
ঝড়া পাতার মাঝে,
ঝড় উঠুক
এই বসন্তে
প্রভাত বিকেল সাঁজে।
ঝড় উঠুক
এই বসন্তে
রক্তিম আভা মেখে,
ঝড় উঠুক
এই বসন্তে
আলো-আঁধারি সেঁকে।