একটি আঁধার পেরিয়ে একটি হলদেটে সকাল পেলাম
আধ আধ কুয়াশার টুকরোয় ভরা মাট-ঘাট
শিউলির বাহার আমার আঙিনায়,
রবির উষ্ণ ত্যাজ ধীরে ধীরে ছড়াচ্ছে
পড়ছে পাতার শিড়ায় শিড়ায় -
ধানের ডগায়, কাশের বনে,
ঘাসের আগা বেয়ে নামছে মাটিতে শরতের মধু।
তিথিতে সপ্তমী ,
মায়ের আগমন- ঢাকের বাদ্যে মেতেছে ভুবন।
উৎফুল্লতা আজ ভীষণ !
হাসি আমি , হাসে এই ধরা - সবটাই হলদে ভরা
এক হলদেটে হাসি ।