রাত গভীর হলে , গভীরতর সুখ প্রাণে জাগে
নিস্তব্ধতা ছুঁয়ে যায় আলতো করে
বিবিধ ধ্বনি কানে বাজে , প্রাণে বাজে
সেই ধ্বনি --- সেই অতীতের মিষ্টতা মাখা ধ্বনি ,
মোহিত করা ধ্বনি ।
আজ তা -----
ক্রন্দনের সুরে সুরে, ছন্দে ছন্দে
বেজে ওঠে প্রাণের মাঝে , প্রাণের গহীনে ।
একাকী বালিশে মাথা রেখে
গুটিসুটি হয়ে উপরের দিকে তাকিয়ে থাকি ।
আর ভাবি ----- এই অন্ধকারও আমারই মতো ,
কেউ বুঝোক, আর না বুঝোক আমি বুঝি ,
তার মাঝে আনন্দ আছে ।
কারোর প্রিয় হোক, আর না হোক
আমার প্রিয় ; খুব প্রিয় সেই কালো অন্ধকারময় রাত
ওর মাঝেই পাওয়া যায় , মৌনতার সুখ , নিরবতার সুখ।
কেউ পাক , আর না পাক আমি পাই ।
প্রতিটা মুহূর্ত কেটে যায় আনন্দে , অতীতের স্মৃতি নেড়ে চেরে
তাতে আমি সুখ পাই, এক নিরালা সুখ ।